রাজশাহীতে ৬০ দিনব্যাপি বিউটিফিকেশন কোর্সের সমাপনী
প্রকাশিত: মে ২, ২০১৯; সময়: ২:৩৯ pm |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে সেইপ প্রজেক্টের ৬০ দিনব্যাপি বিউটিফিকেশন কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত। বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর কাদিরগঞ্জস্থ সাফা বিউটি পার্লারে এসইআইপি এর অর্থায়নে ও বিডাব্লিউসিসিআই এর তত্ত্বাবধানে এ কোর্সের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করে, সাফা হারবাল বিউটি পার্লার।
এসময় উপস্থিত ছিলেন, বিডাব্লিউসিসিআই এর এন্টার প্রেনারসীজ ডেভেলপমেন্টের ট্রেইনার মোহাম্মদ আবু হান্নান, বিউটি পার্লারের স্বত্ত্বাধিকারী জেসমিন আরা বিউটি ও তার এসিসটেন্ট ট্রেইনার আয়শা সিদ্দিকা সিফাত, বিডাব্লিউসিসিআই রাজশাহীর ডিভিশনাল হেড মনিরা মতিন জোনাকিসহ প্রশিক্ষণার্থীরা।