জয়পুরহাটে ট্রেনের ধাক্কয় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: মে ২, ২০১৯; সময়: ২:১৮ pm |

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাট শহরের ২ নম্বর রেলগেট এলাকায় ফায়ার সার্ভিস-ডাকবাংলো রোডে দ্রুতযান ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল গাফফার নামে একজন নিহত হয়েছে। নিহত আব্দুল গাফফার সদর উপজেলার কড়ই মালুপাড়া এলাকার সুজাতুল্লাহার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টার সময় পঞ্চগড় হতে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি শহরের ২ নং রেলগেট এলাকায় আসলে মোটরসাইকেল আরোহী আব্দুল গাফফার রাস্তা পাড়াপাড়ের সময় ট্রেনের সাথে ধাক্কা লেগে ছিছড়িয়ে ১নং রেলগেটের কাছাকাছি চলে আসে। চালক এসময় ট্রেনটি থামিয়ে দেয়। এতে নিহতের লাশ ও মোটরসাইকেল খন্ড-বিখন্ড হয়ে ছড়িয়ে-ছিটিয়ে যায়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে