আছড়ে পড়ছে টর্নেডোর ভিডিও ভাইরাল
প্রকাশিত: মে ২, ২০১৯; সময়: ৯:০৩ am |
খবর > আন্তর্জাতিক / শীর্ষ সংবাদ
পদ্মাটাইমস ডেস্ক : ভাইরাল হয়েছে মাটিতে আছড়ে পড়া টর্নেডোর দৃশ্য। রোমানিয়ার কালারাসি শহরের কাছে তোলা হয়েছে টর্নোডোর একটি ভিডিও। সেটি প্রকাশ করা হয়েছে সামাজিক মাধ্যমে। মুহূর্তে তা ভাইরাল হয়।
রোমানিয়ার কালারাসি শহর সংলগ্ন এলাকায় প্রায় ১০ ঘণ্টা তাণ্ডব চালায় এই বিধ্বংসী ঝড়। আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত সেখানে ঝড়-বৃষ্টি চলবে বলে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।
টর্নেডোর যে ভিডিওটি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, কুণ্ডলী পাকিয়ে মাটিতে আছড়ে পড়ছে টর্নেডো। টর্নেডোর আঘাতে উল্টে গেছে চলন্ত একটি বাস। বাসের প্রায় ১০ জন আরোহী আহত হয়েছে। এছাড়া বহু গাছ উপড়ে পড়েছে।
স্থানীয় আবহাওয়াবিদ ব্রায়ান লাডা জানিয়েছেন, মাটি থেকে ধুলো-বালি জুটিয়ে উপরে উঠেছে ঝড়-স্তম্ভটি। সে জন্যই নিচের দিকে স্তম্ভটি বেশি কালো।