বাগমারায় অধ্যাপকের মাতার মৃত্যুতে এনামুলের শোক
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহী জেলা বিএনপির সহ-সভাপতি ও বাগমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মকলেছুর রহমান এর মা মজিদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মজিদা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাগমারা উপজেলা আ’লীগের সভাপতি ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
মজিদা বেগম বার্ধক্য জনিত কারনে বুধবার সকাল ৭ টার দিকে নিজ বাড়িতে শেষ নিশ্বাঃস ত্যাগ করেন। মৃৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে ৫ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বিকেল সাড়ে ৫ টার সময় উপজেলার গনিপুর ইউনিয়নের একডালা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে একডালা গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
মজিদা বেগমের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। সেই সাথে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।