আরসিআরইউ’র সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

প্রকাশিত: মে ১, ২০১৯; সময়: ৮:৩১ pm |
আরসিআরইউ’র সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দুই দিনব্যাপী সাংবাদিকতার বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় কলেজের রসায়ন ভবনের ১০২ নম্বর কক্ষে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মে দিবস উপলক্ষে আলোচনাও করা হয়।

রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবর মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক আজমত আলী রকি ও বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান শাওন।

সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, আরসিআরইউ’র সহ-সভাপতি এম ওবাইদুল্লাহ, সংগঠনিক সম্পাদক মোফাজল বিদ্যুৎ, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক হাদিসুর রহমান, কার্যনির্বাহী সদস্য রুকাইয়া মীম, রিবিকা বালা, সদস্য ইন্দিরা ঘোষ প্রমূখ।

প্রশিক্ষণের প্রথম দিনে প্রশিক্ষক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, রাজশাহীর সময় টেলিভিশনের রিপোর্টার রাকিবুল হাসান রাজিব, বাংলাদেশ বেতারের অনুষ্ঠান ঘোষক শামসুননাহার সুইটি। প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ৫৫জন অংশগ্রহণ করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে