বাস খাদে পড়ে দুই বোন নিহত
প্রকাশিত: মে ১, ২০১৯; সময়: ৬:৪৬ pm |
খবর > আঞ্চলিক / শীর্ষ সংবাদ
পদ্মাটাইমস ডেস্ক : সিলেটের জৈন্তাপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই বোন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বুধবার দুপুর ১টার দিকে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের কাটাগাং নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জৈন্তাপুরের ফুলবাড়ি গ্রামের শওকত আলীর মেয়ে লুবনা বেগম ও অহনা বেগম।
জানা গেছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ওই দুই বোন নিহত হন।
তাদের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।