নিয়ামতপুরে মহান মে দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : সারা দেশের ন্যায় নওগাঁর নিয়াতপুরেও যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়। গত ১ মে বুধবার বেলা সাড়ে ১১টায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। নিয়ামতপুর ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয় থেকে র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।
নিয়ামতপুর ইমরাত নির্মান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালি শেষে নিয়ামতপুর বহুমুখী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠের স্থায়ী মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নিয়ামতপুর ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা রেজাউল হাসান রানা।
ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামসুল আলমের তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন, ইমরাত নির্মান শ্রমিক ইউনিয়নের সদস্য আকবর আলী, বাবুল, নূহ আহমেদ, কাজল প্রমুখ। বিকেলে নিয়ামতপুর বহুমুখী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অপরদিকে উপজেলা সিএনজি ও অটো রিক্সা ও বরাকের শ্রমিক সংগঠন দিবসটি উপলক্ষে আলাদাভাবে কর্মসূচী পালন করে।
কর্মসূচীর মধ্যে বর্ণাঢ্য র্যালি ও পথসভা।
র্যালিটি নিয়ামতপুর উপজেলার তিন মাথার মোড় হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় তিন মাথার মোড়ে এসে পথসভার আয়োজন করা হয়।
পথসভায় উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নইম, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, তরুন নেতা শেখ রাসেল জাতীয় শিশু ও কিশোর পরিষদ নিয়ামতপুর শাখার আহবায়ক, নিয়ামতপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল বাকীঁ, আশিকুজ্জামান, আরিফুল ইসলামসহ শ্রমিকবৃন্দ প্রমুখ।