চাঁপাই সীমান্তের অস্ত্রের বড় চালান প্রবেশ ঠেকালো বিজিবি

প্রকাশিত: মে ১, ২০১৯; সময়: ২:৫২ pm |

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে শিবগঞ্জ তেলকুপি সীমান্তে ৪টি ওয়ান স্যুটার গান, ২টি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসময় চোরাকারবারীদের ধরতে বিজিবি ৩ রাউন্ড গুলি ছুঁড়ে।

বিজিবি এ উপলক্ষে বুধবার সকালে প্রেসব্রিফিং এ জানায়, গোয়েন্দা তথ্যর ভিত্তিতে জানা যায়, কিছু চোরাকারবারী বিভিন্ন কৌশল ব্যবহার করে সীমান্তের ওপার থেকে অস্ত্র-গোলাবারুদ যে কোন সময় বাংলাদেশে চোরাচালান করবে। ৫৯ বিজিবি সে লক্ষে দীর্ঘদিন যাবত সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারী বাড়িয়েছিল এবং টহল জোরদার করা হয়েছিল।

মঙ্গলবার রাত ৯ টার পরে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম সালাহ উদ্দিন পিবিজিএম এর নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/৯ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রিফুজিপাড়ায় ফাঁদ পেতে অবস্থান করতে থাকে।

কিছুক্ষণ পরে ভারত সীমান্তের দিক থেকে একটি মোটরসাইকেল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। টহল দল তাৎক্ষণিক উক্ত মোটরসাইকেলটিকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা মোটরসাইকেল ফেলে সীমান্তের দিকে পালাতে থাকলে টহল দল চোরাকারবারীদের লক্ষ করে ৩ রাউন্ড গুলি ছুঁড়ে। গুলিতে কেউ হতাহত না হলেও মোটরসাইকেল ফেলে চোরাকারবারীরা পালিয়ে ভারতের দিকে চলে যায়।

এব্যাপারে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক অস্ত্র-গোলাবারুদ আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং সীমান্তে সব ধরনের অস্ত্র-গোলাবারুদ এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান গণমাধ্যমকর্মীদের।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে