সাপাহারে মহান মে দিবস পালন
প্রকাশিত: মে ১, ২০১৯; সময়: ১:০৫ pm |
খবর > আঞ্চলিক
সাপাহার মোটরশ্রমিক ইউনিয়নের আয়োজনে র্যালিটি মোটরশ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে বের হয়। র্যালিতে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, মোটরশ্রমিক ইউনিয়নের সাপাহার শাখার সভাপতি মহরম হোসেন, সদর ইউপি সদস্য মিজানুর চৌধুরী সহ মোটরশ্রমিক ইউনিয়নের সকল সদস্য ও উপজেলার সকল শ্রমিকগণ। র্যালি শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।