পবায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার পবা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগ এসব কর্মসুচি পালিত হয়।
উপজেলার নওহাটা পৌর বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে নওহাটা কাঁচা বাজার সেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের পবা উপজেলা শাখার সভাপতি মোকবুল হোসেনের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওহাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারী খান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, জেলা যুবলীগ যুগ্ম সম্পাদক দিদার হোসেন ভুলু, পবা উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ, পৌর যুবলীগ সভাপতি হাফিজুর রহমান হাফিজ।
সংগঠনের পবা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইস্কেন্দার আলীর পরিচালনায় এসব কর্মসুচিতে উপস্থিত ছিলেন সদস্য সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পবা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।