আরএমপি কাশিয়াডাংঙ্গা থানার অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ র্শীষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর কাশিয়াডাংঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ মোসাঃ সুলতানা বেগম (৩৩) নামের এক গোদাগাড়ীর র্শীষ নারী মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে। গত ৩০ এপ্রিল বিকেলে তাকে গুড়িপাড়া ক্লাব মোড় থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কাশিয়াডংঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মাদ আলী।
এসআই মোহাম্মাদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিত্তে কাশিয়াডাংঙ্গা থানার এসআই মতিউর রহমান, এসআই মোকবুল হোসেনসহ একটি টিম নিয়ে গুড়িপাড়া ক্লাব মোড়ে অভিযান চালায়।
এসময় গোদাগাড়ী থানার বুজরুক রাজারামপুরি বুজরুকপাড়ার মৃত ইসলাম আলীর মেয়ে শীর্ষ নারী মাদক ব্যবসায়ী মোসাঃ সুলতানা বেগম (৩৩) কে ২০০ গ্রাম হেরোইনসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কৃত মাদক ব্যবসায়ী সুলতানা দীর্ঘদিন যাবত নগরীর গুড়িপাড়া এলাকায় হেরোইন সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধধে একাধীক মাদক মামলাও রয়েছে।
তার বিরুদ্ধে কাশিয়াডংঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদক উদ্ধারসহ একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রনে থানা পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলে জানান এসআই মোহাম্মাদ আলী।