তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি

প্রকাশিত: জুলাই ২৪, ২০২২; সময়: ৩:৩৪ অপরাহ্ণ |
তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। রবিবার (২৪জুলাই) ভোর ৫টা থেকে জেলার বিভিন্ন উপজেলায় বৃষ্টি শুরু হয়েছে। গত ১৭-১৮ দিন তীব্র গরমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছিলো। বর্ষাকালের আকাশে যেন বৃষ্টির দেখা মিলছিলো না।

আষাঢ় মাসের শুরুর দিকে সামান্য পরিমাণ বৃষ্টি হলেও আষাঢ় এর শেষ এবং শ্রাবণ মাসের শুরুর দিকে বৃষ্টির কোন আভাস ছিলো না জেলায়। ফলে কৃষি কাজের ব্যাঘাত থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাত্রা হয়ে উঠেছিলো দুর্বিষহ।

এই বৃষ্টির প্রার্থনায় জেলার বেশ কয়েকটি উপজেলায় বিভিন্ন ঈদগাহে ইসতিস্কার নামাজ আদায় করেন মুসল্লীরা। আবার আদিবাসী সম্প্রদায়ের মধ্যে তাদের ফসল ক্ষতির হাত থেকে রক্ষায় বৃষ্টির প্রার্থনায় ব্যাঙের বিয়ে দেবার মত ঘটনা ঘটেছে। সব মিলিয়ে তীব্র গরম আর ফসল রক্ষার্থে যে যার মত করে সৃষ্টিকর্তার কাছে বৃষ্টি প্রার্থনা করেছেন।

নওগাঁর বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র অবজারভার হামিদুল হক জানান, ভোর ৫ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত ৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা আগামী ২-৩ দিন পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তীব্র খরার পর বর্ষাকালে এমন বৃষ্টি কৃষকের ফসলের সুফল বয়ে আনবে। এছাড়া গরমে অতিষ্ঠ জনজীবনে স্বস্তি বয়ে আনবে বলে তিনি জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে