জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সুজানগরে মাছের পোনা অবমুক্তকরণ

প্রকাশিত: জুলাই ২২, ২০২০; সময়: ৮:৪৬ অপরাহ্ণ |
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সুজানগরে মাছের পোনা অবমুক্তকরণ

এম এ আলিম রিপন, নিজস্ব প্রতিবেদক, সুজানগর : মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সুজানগরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ পুকুরে এ মাছের পোনা অবমুক্তকণের উদ্বোধন করেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

এ সময় পৌর মেয়র আব্দুল ওহাব, উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা প্রকৌশলী আবুল হাশেম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদের রোকন, মানিকহাট ইউপি চেয়ারম্যান এস এম আমিনুল ইসলাম, তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা, আব্দুল হাই, আব্দুল মজিদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস ছাত্তার, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন, উপজেলা যুবলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ, এনএ কলেজ ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শণ করা হয়। এর আগে গত মঙ্গলবার জাতীয় মৎস্য সপ্তাহ (২১-২৭ জুলাই২০২০) উদযাপন উপলক্ষে দিনব্যাপি মাইক ও ব্যানার-ফেস্টুন এর মাধ্যমে সুজানগর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে