সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২১; সময়: ৯:০৩ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি‘র অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। মানববন্ধন শেষে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গত ৩০জানুয়ারি অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি সীমাহিন অনিয়ম,অবিচার ও স্বজনপ্রীতির মাধ্যমে গেজেটভুক্ত ক শ্রেনীর ৯জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করার সুপারিশ করেছে। যার মাধ্যমে এই নয়টি পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুন্ন করা হয়েছে।

  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে