চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত: জুলাই ২৮, ২০২১; সময়: ৭:৫৫ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার অভিযোগে জামায়াত-শিবিরের ২০ নেতা-কর্মীকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার গ্রামের জামায়াত নেতা কামরুজ্জামানের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জে নাশকতার লক্ষ্যে জামায়াত-শিবিরের কিছু নেতা-কর্মীরা গোপনে বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আতাহার এলাকার জামায়াত নেতা কামরুজ্জামানের বাড়িতে পুলিশ অভিযান চালায়।

তিনি আরও জানান, রাতের অভিযানে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীকে আটক করা হয়। আটককৃতরা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী। তবে বর্তমানে জামায়াতের কমিটি না থাকায় তারা কোন পদে নেই।

এ ঘটনায় বুধবার দুপুর ২টার দিকে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • 451
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে