আসছে আরেকটি সূর্যগ্রহণ

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২০; সময়: ৪:১৫ অপরাহ্ণ |
আসছে আরেকটি সূর্যগ্রহণ

পদ্মাটাইমস ডেস্ক : ২৬ ডিসেম্বর ২০১৯ আড়াই ঘণ্টা ধরে বিশ্ববাসী দেখেছে এক বিস্ময়কর মহাজাগতিক দৃশ্য, বলয়গ্রাস সূর্যগ্রহণ। বাংলাদেশের বেশিরভাগ এলাকা থেকেই দেখা গিয়েছিল দশকের শেষ সূর্যগ্রহণ।

তবে আকাশ মেঘলা থাকায় ও কুয়াশার কারণে অনেক জায়গা থেকেই সূর্যগ্রহণ ঠিকমতো দেখা যায়নি। যারা ‘মিস’ করেছেন, তাদের জন্য সূর্যগ্রহণের আগাম বার্তা দিয়েছেন বিজ্ঞানীরা। ডেটঅ্যান্ডটাইম ওয়েবসাইটের তথ্যমতে, ২০২০ সালের ২১ জুন পরবর্তী সূযগ্রহণ দেখার সুযোগ পাওয়া যাবে।

২১ জুন সকাল সাড়ে ৯টার দিকে গ্রহণ শুরু হবে। দুপুর সাড়ে ১২টার দিকে দেখা যাবে পূর্ণগ্রাস।

২০২০ সালের সূর্যগ্রহণ এশিয়া, আফ্রিকা, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের বেশিরভাগ এলাকা থেকে দেখা যাবে। ইউরোপ এবং অস্ট্রেলিয়ার বেশ কিছু এলাকা ২০২০ সালের সূর্যগ্রহণের সাক্ষী থাকবে বলে মনে করা হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে