মুজিববর্ষ উপলক্ষে এনায়েতপুরে তায়কোয়নডো প্রতিযোগীতা

প্রকাশিত: মার্চ ১৩, ২০২০; সময়: ১২:৪০ অপরাহ্ণ |
খবর > খেলা
মুজিববর্ষ উপলক্ষে এনায়েতপুরে তায়কোয়নডো প্রতিযোগীতা

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : মুজিববর্ষ উপলক্ষে প্রথম বারের মত সিরাজগঞ্জের এনায়েতপুরে ‘ডাঃ মীর মোহাম্মদ আমজাদ হোসেন তায়কোয়নডো প্রতিযোগীতা-২০২০’ অনুষ্ঠিত হয়েছে। খাজা ইউনুস আলী ফাউন্ডেশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে শুক্রবার সকালে খাজা ইউনুস আলী ল্যাবরেটারী স্কুল এন্ড কলেজ (ইংলিশ ভার্সন) মাঠে দিন ব্যাপী এ ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন অলাভজনক শিক্ষা স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল ট্রাষ্টি বোর্ডের পরিচালক মোহাম্মদ ইউসুফ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক ডাঃ রুবাইয়াত ফারজানা হোসেন, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হোসেন রেজা, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারন সম্পাদক মামুদুল ইসলাম রানা ও অধ্যক্ষ আহসান উল্লাহ হাবীব।

দিন ব্যাপী এই প্রতিযোগীতায় জেলার নাম করা ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন ছাত্র-ছাত্রী অংশ নেন। এর মধ্যে ছিল ৩০ জন নারী। এ প্রতিযোগীতা স্থলে ছিল এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগী ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং অন্যান্য শিক্ষাক, শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ। মুহমুহ করতোলী দিয়ে তারা প্রতিযোগীদের উৎসাহ দেন।

মোহাম্মদ ইউসুফ বলেন, আমাদের জেলার ছোট-ছোট শিশুরা সফলতার সাথে তায়কোয়নডো প্রতিযোগীতায় অংশ নিয়েছে। পাশাপাশি ছেলেদেরও প্রানবন্ত কষরত আমাদের সবাইকে মুগ্ধ করেছে। আসলে লেখা পড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক পর্যায়ে আমাদের শিশুরা অবদান রাখলে যেমন মানবতা বিকশিত হবে, তেমনী আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে দেশের সম্মান বাড়বে। আমরা সে লক্ষেই জাতির পিতার শততম জন্মবার্ষিকী উপলক্ষে এই আয়োজনের উদ্যোগ গ্রহন করেছি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে