বিশ্বমানের ব্যাটসম্যান লিটন বললেন মাহমুদউল্লাহ

প্রকাশিত: মার্চ ১২, ২০২০; সময়: ৩:১০ অপরাহ্ণ |
খবর > খেলা
বিশ্বমানের ব্যাটসম্যান লিটন বললেন মাহমুদউল্লাহ

পদ্মাটাইমস ডেস্ক : লিটন দাসের ব্যাটিং প্রতিভা নিয়ে সংশয় কখনই ছিল না। তবে ধারাবাহিক ছিলেন না এ ওপেনার। নিয়মিত খেলতে পারছিলেন না লম্বা ইনিংস। তবে সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে সেই খোলস ছেড়ে বেরিয়ে আসার আভাস দিলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

গোটা সিরিজে ২ সেঞ্চুরি ও ৩ হাফসেঞ্চুরিতে ৪৮৩ রান করেছেন লিটন। খেলেছেন স্বচ্ছন্দে ও সাবলীলভাবে। এমন ব্যাটিং পারফরম্যান্সের পর লিটনকে বাহবা দিতে ভুল করেননি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার ভূয়সী প্রশংসা করে মাহমুদউল্লাহ বলেছেন, লিটন বিশ্বমানের ব্যাটসম্যান। বুধবার মিরপুর স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

অধিনায়ক যোগ করেন, ‘লিটনের ব্যাটিং আমি যতদিন ধরে দেখছি, তাতে মনে হয়েছে সে বিশ্বমানের ব্যাটসম্যান। এ সিরিজে প্রচুর রান পেয়েছে ও। তবে এখন তাকে মাটিতেই পা রাখতে হবে। এমন নয় যে, সে এখনই বিশ্বমানের হয়ে গেছে। ওকে সময়ের সঙ্গে খাপ খাওয়াতে হবে। তাল মিলিয়ে চলতে হবে। ওর ব্যাটিংয়ে সহজাত একটা ব্যাপার আছে। ও যখন ব্যাটিং করে, আমি সেটা খুব উপভোগ করি।’

অনেকেই বহু কষ্টে রান তোলেন। কেউ তেড়েফুড়ে খেলেন, কেউ ধৈর্যশীল হন আবার আক্রমণাত্মক ব্যাটিং করেন। তবে লিটন স্বাভাবিকভাবেই রান তোলেন। সহজ শটে বাউন্ডারি বের করেন। তার ব্যাটিং পর্যালোচনা করলে দেখা যায়, বড় শট খেলার জন্য আগ্রাসী হন না তিনি।

এ ব্যাপারটি মুগ্ধ করেছে মাহমুদউল্লাহকে। তিনি বলেন, রান করতে বা পেতে অনেকে নানা প্রাণান্তকর চেষ্টা করেন। কিন্তু সে অনেক শান্তভাবে ব্যাট করে। টেস্টে, টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে-কোনো ফরম্যাটেই খুব বেশি বড় শট খেলার চেষ্টা করে না ও। বলের গুণাগুণ বুঝে ব্যাট করে সে। এবার গোছানো ইনিংস খেলেছে। আমি আশা করি, এটা ও ধরে রাখবে।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে