রাজশাহীতে বঙ্গবন্ধু মিডিয়াকাপ ক্রিকেটের রেজিস্ট্রেশন ১৮ জানুয়ারি পর্যন্ত

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২০; সময়: ১০:২৬ অপরাহ্ণ |
রাজশাহীতে বঙ্গবন্ধু মিডিয়াকাপ ক্রিকেটের রেজিস্ট্রেশন ১৮ জানুয়ারি পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর সাংবাদিকদের অংশগ্রহণে বঙ্গবন্ধু মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্ট ২০২০ এর রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ১৮ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত টুর্ণামেন্টে অংশগ্রহণেচ্ছুক সাংবাদিকরা নির্ধারিত ফরমে রেজিস্ট্রেশন করতে পারবেন। আয়োজক সংগঠন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ছাড়াও স্থানীয় দৈনিক সোনালী সংবাদ, দৈনিক সানশাইন, রাজশাহী সংবাদ ও সোনারদেশ কার্যালয়ে রেজিস্ট্রেশন ফরম পাওয়া যাবে।

বঙ্গবন্ধু মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্ট ২০২০ সফলভাবে সম্পন্ন করতে আয়োজক সংগঠন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ অংশগ্রহণকারী সংগঠন এবং টিমওনারদের সমন্বয়ে বৃহস্পতিবার এনটিভি রাজশাহী অফিসে অনুষ্ঠিত এক যৌথসভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সিদ্ধান্ত হয়, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতি, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও রাজশাহী ফটোজার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা ছাড়াও গত টুর্ণামেন্টে অংশগ্রহণকারী সাংবাদিকরা বঙ্গবন্ধু মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্ট ২০২০ এ অংশ নিতে রেজিস্ট্রেশন করতে পারবেন। সভায় নির্ধারিত সময়ের মধ্যে টুর্ণামেন্টে অংশগ্রহণেচ্ছুক সাংবাদিকদের রেজিস্ট্রেশন করার অনুরোধ জানানো হয়।

রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে এবং এনটিভির ব্যুরো প্রধান শ.ম সাজু’র সঞ্চালনায় সভায় অংশ নেন সিনিয়র সাংবাদিক দৈনিক ইনকিলাবের আঞ্চলিক প্রধান রেজাউল করিম রাজু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক তানজিমুল হক, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান পাপ্পু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল, রাজশাহী ফটোজার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, টুর্ণামেন্টের টিম ওনার দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান রফিকুল ইসলাম ও জিটিভি’র রাশেদ রিপন।

সভায় বঙ্গবন্ধু মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্ট ২০২০ সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাচাই-বাছাই কমিটিতে আয়োজক সংগঠন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন গঠিত টুর্ণামেন্ট পরিচালনা কমিটিতে রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ লিয়াকত আলী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ ও রাজশাহী ফটোজার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদকে অর্ন্তভুক্ত করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে