চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নয়নশুকা দল

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২; সময়: ৮:৪৬ অপরাহ্ণ |
খবর > খেলা
চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নয়নশুকা দল

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ১৫ নং ওয়ার্ড এর অন্তর্গত মসজিদ পাড়া তরুণ সমাজ এর আয়োজনে ঐতিহ্য বাহী বিদ্যাপিঠ নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) মাঠে চলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২০ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) এর প্রধান শিক্ষক মো. হাসিনুর রহমান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন করেন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন – দু বারের সফল সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল, জেলা কৃষক লীগের সভাপতি মুশফিকুর রহমান টিটো, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল হুদা অলক, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জুসুম।

২ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এএইচএম ফায়জার রহমান কনক, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল।

বাংলাদেশ কৃষক লীগ, চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি মেসবাউল হক টুটুল, সাধারণ সম্পাদক আলী আশরাফ, মোহাম্মদ পলাশ, রাজিব, আবু জার গিফারী, রাশিদুলসহ মসজিদ পাড়া তরুণ সমাজের সদস্যবৃন্দ।

ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন- পোল্লাডাঙা ফুটবল দল বনাম নয়নশুকা ফুটবল দল। টানটান উত্তেজনা পূর্ণ খেলায় শেষ মুহুর্তে গোল দিয়ে চ্যাম্পিয়ন হয় নয়নশুকা। সর্বোচ্চ গোলদাতা হন শাওন। শামীম ও আনিসুর খেলার রেফারির দায়িত্ব পালন করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে