রাজশাহীতে মাদকের খোঁজে গিয়ে বিদেশি পিস্তল পেল র‌্যাব

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১; সময়: ১:১৫ অপরাহ্ণ |
রাজশাহীতে মাদকের খোঁজে গিয়ে বিদেশি পিস্তল পেল র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে একটি বিদেশি পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার রাতে রাজশাহীর চারঘাট মডেল থানার মালেকার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুস শাকিব এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম আলমগীর হোসেন (৩৩)। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার সিংগা পশ্চিমপাড়া এলাকার মেহের মণ্ডলের ছেলে। র‍্যাবের দাবি, আলমগীর একজন অস্ত্র ব্যবসায়ী।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে রাজশাহীর মালেকার মোড় এলাকায় এক ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থান করছেন। এ খবর পেয়ে গতকাল রাতে ওই এলাকায় মেজর নাজমুস শাকিবের নেতৃত্বে অভিযান চালানো হয়।

সেখানে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আলমগীর কৌশলে পালানোর চেষ্টা করলে র‍্যাব তাকে আটক করে। এরপর ঘটনাস্থলে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আলমগীরের দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় রাখা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পিস্তলের দুটি তাজা গুলি উদ্ধার করা হয়।

নাজমুস শাকিব বলেন, রাতেই আলমগীরের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে রাতেই তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে