বাগমারায় ভ্রাম্যমাণ আদালতে চার ব্যবসায়ী অর্থদন্ড

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২০; সময়: ৩:৩৬ অপরাহ্ণ |
বাগমারায় ভ্রাম্যমাণ আদালতে চার ব্যবসায়ী অর্থদন্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : সরকারী নির্দেশ অমান্য করে রাতে দোকান খোলে মালামাল বিক্রির অভিযোগে বাগমারায় চার ব্যবসায়ীর ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে উপজেলার ঝিকরা ইউনিয়নের মদাখালী বাজারে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পর থেকেই ওই বাজারের জনসমগম কমেছে বলে এলাকার লোকজন জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত রোববার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে মদাখালী বাজারের কয়েকজন ব্যবসায়ী দোকান খোলে জনসমগম ঘটিয়ে কিনাবেচা করছে। এমন খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শরিফ আহম্মেদ আইন শৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে ওই বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের দলটি মদাখালী বাজারে প্রবেশ করেন এবং মকলেছুর রহমানের ইলেক্ট্রনিক্স দোকানের ৩ হাজার আনোয়ার হোসেনের কম্পিউটারের দোকানের ২ হাজার, সাজেদুর রহমানের গার্মেন্সের দোকানের ২ হাজার ও আব্দুর রশীদের কীটনাশকের দোকানের ৫০০ টাকা জরিমানা করেন। ওই সময় দোকান্দারগন আর সরকারী নিষেধাজ্ঞা অমান্য করবেনা বলে ভ্রাম্যমান আদালতের কাছে অঙ্গিকার করেন।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ বলেন, সরকারী নির্ধেশ অমান্য করে কয়েকজন ব্যবসায়ী রাতের বেলায় দোকানে আড্ডা দিচ্ছে। তারা নিজেদের দোষ স্বীকার করায় অর্থদন্ডের মাধ্যমে সাজা দেয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে