ভাইরাস ঠেকাতে বানেশ্বর হাট বন্ধ

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২০; সময়: ১:৩৩ পূর্বাহ্ণ |
ভাইরাস ঠেকাতে বানেশ্বর হাট বন্ধ

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া :  রাজশাহীর পুঠিয়া উপজেলায় বানেশ্বর হাটে সবচেয়ে বড় জনসমাগম ঘটে। শনিবার হাটে হাজারো লোক জড়ো হয়। করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব হাট-বাজার বন্ধ থাকলেও শনিবারও বানেশ্বর হাট বসে।

খবর পেয়ে সকালে পুঠিয়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশ অভিযান চালিয়ে হাট-বাজার বন্ধ করে দেন। এবং হাটে আসা মানুষজনকে বাজার ত্যাগ করার অনুরোধ জানায়।

জানা যায়, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাট-বাজার বন্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওলিউজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ রুমানা আফরোজ এবং অভিযানে সহায়তা করেন পুঠিয়া থানা ও পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী ও তার পুলিশ সদস্য বৃন্দ।

অভিযানকালে বিভিন্ন ট্রাক, ভ্যান ও মোটরসাইকেল চালককে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সর্বমোট ৩৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান কেরেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে