চারঘাটে দু’টি পরিবারে বাড়ি পুড়ে ছাই

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২০; সময়: ১:২৩ পূর্বাহ্ণ |
চারঘাটে দু’টি পরিবারে বাড়ি পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলার চারঘাট ইউনিয়নের বড়বড়িয়া এলাকায় দু’টি পরিবারের বাড়ি-ঘর পুড়ে যাওয়া ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলার বড়বড়িয়া গ্রামের শাহাবুল ও আলিমের টিনের ছাপরাঘর পুড়ে যায়। শাহাবুলের স্ত্রী রান্নাঘরে রান্নার সময় এই দুর্ঘটনার সূত্রপাত হয় বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে রান্না করতে গিয়ে অসাবধানতাবশত রান্নাঘরের খড়ের চালে আগুন ধরে যায়। রান্নার সময় আগুনের পরিধি বৃদ্ধি পেয়ে প্রতিবেশি আলীমের টিনের ঘরেও আগুন ধরে যায়।

স্থানীয় লোকজন, চারঘাট ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দিলে দ্রুতই ঘটনা স্থলে পৌছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা আবুল কাশেম জানান, খবর পেয়েই দ্রুতই ঘটনাস্ থলে গিয়ে আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়, তবে নুরে মন্ডলের ছেলে শাহাবুল ও মৃত জলিমের ছেলে আলিমের ঘর পুড়ে যায়। দু’টি বাড়ি পুড়ে যাওয়ায় দুই পরিবারের প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত দু’টি পরিবার পরিবারের খোজখবর নেন এবং প্রতি পরিবারকে সরকারী প্রকল্প বাস্তবায়নে বরাদ্দকৃত ১০ কেজি চাল, ২ বান্ডিল ঢেউটিন এবং নগদ ৬ হাজার টাকা করে প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনিসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম শামীম আহমেদ, চারঘাট ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ও ইউপি সদস্য জহিরুল ইসলাম।
 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে