মোহনপুরে মোটরসাইকেল কিনে না দেয়াই যুবকের আত্মহত্যা

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২০; সময়: ১১:৩৩ অপরাহ্ণ |
মোহনপুরে মোটরসাইকেল কিনে না দেয়াই যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক , মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউপি-র বাটুপাড়া গ্রামে শনিবার সকাল ১০ টার সময় বাবার সঙ্গে অভিমান করে রবিউল ইসলাম (১৭) নামে এক যুবক নিজ শয়ন ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের মো:আফজাল হোসেনের ছেলে। খবর পেয়ে পুলিশ বেলা সাড়ে ১১ টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

থানা পুলিশ ও রবিউল ইসলামের খালু এয়ারপোর্ট থানা এলাকার বায়া ভোলাবাড়ি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে বেলাল হোসেন (৫০) সুত্রে জানা গেছে, আফজালের প্রথম স্ত্রী মা হাশেমা বেগম তার ৪ মাসের সন্তান রবিউল ইসলামকে রেখে পারিবারিক কলহের জেরে ১৭ বছর আগে বিষপানে আত্মহত্যা করেছেন। প্রথম স্ত্রী আত্মহত্যা করার পর আফজাল হোসেনের বহুবিবাহের কারণে সংসারে সব সময় ঝড়গা বিবাদ লেগেই থাকত।

ছেলের বৌ আত্মহত্যা করায় নাতি রবিউলের ভবিষ্যতের কথা ভেবে তার দাদা মৃত কুতুব উদ্দিন রবিউলের নামে বাড়ী ভিটার ৪ কাঠা জমি রেজিস্ট্রি করে দেন। ছেলে রবিউল বড় হওয়ায় তার বাবা আফজাল হোসেন সেই জমি দিলে ছেলে রবিউলকে মোটর সাইকেল কিনে দিবেন এমন শর্তে কিছুদিন আগে জমি রেজিষ্ট্রি করে নেয়। ছেলে রবিউরকে মোটর সাইকেল কিনে দেওয়ার কথা থাকলেও তা না দেওয়ায় বাবার উপর অভিমান করে ছেলেটি আত্মহত্যা করেছে বলে জানান তার খালু ও এলাকাবাসী।

মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, এই ব্যপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে