পবা-মোহনপুরে ৫০ হাজার পরিবার পেলেন ত্রাণ সামগ্রী

প্রকাশিত: মার্চ ৩১, ২০২০; সময়: ১:৪০ পূর্বাহ্ণ |
পবা-মোহনপুরে ৫০ হাজার পরিবার পেলেন ত্রাণ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া রাজশাহীর পবা ও মোহনপুরের ৫০ হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আয়েন উদ্দিন। সোমবার (৩০ মার্চ) বেলা ১১ টায় মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়ন ত্রিমোহানী মোড় চত্বরে এই ত্রাণ বিতরণ করা হয়। এ সময় প্রত্যেকের হাতে ১০ কেজি চাল, সরিষা তেলের বোতল, ডাল তুলে দেওয়া হয়।

আয়েন উদ্দিন এমপি বলেন, করোনা ভাইরাসের কারণে দেশের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। দেশের কোনো মানুষ যাতে না খেয়ে থাকে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমার ব্যক্তিগত অর্থায়নে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে আমার নির্বাচনী এলাকার সব কয়টি ইউনিয়নেই ত্রাণ বিতরণ কার্যক্রম চালু থাকবে।

মৌগাছি ইউনিয়নের ত্রি-মোহানী মোড়ে এমপি আয়েন উদ্দিনের আয়োজনে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সানওয়ার হোসেন, মোহনপুর থানার অফিসার ইনচার্জ মুস্তাক আহমেদ, ৪নং মৌগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন বিশ্বাস, মৌগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর মাষ্টার, থানা আওয়ামী লীগের সদস্য মমিতুজ্জামান রিপন, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাহান আলি, মোহনপুর উপজেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম, মোহনপুর উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মুরশেদ আলম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে