তানোরে সামাজিক দুরুত্ব বজায় রাখতে দোকানে সামনে ওসির মার্ক চিহ্ন

প্রকাশিত: মার্চ ৩০, ২০২০; সময়: ৮:৪৫ অপরাহ্ণ |
তানোরে সামাজিক দুরুত্ব বজায় রাখতে দোকানে সামনে ওসির মার্ক চিহ্ন

নিজস্ব প্রতিবেদক, বরেন্দ্র অঞ্চল তানোর : ছোঁয়াচে করোনা ভাইরাস থেকে দুরুত্ব বজায় থাকতে এবার তানোর বাজারে দোকানের সামনে তিন ফুট দুরুত্ব করে গোল চিহ্ন করে দেয়া হয়েছে। সোমবার সকাল থেকে দিনব্যাপী মুণ্ডুমালা বাজারের শিশির এন্টার প্রাইজ ও হিন্দোল সেবা সং¯’ার উদ্যোগে ও তানোর থানা পুলিশের সহযোগিতায় তানোর বাজারে সকল ওষুধের দোকান ও কাচা বাজারের সবজি দোকানের সামনে সামাজিক দুরুত্ব রাখতে তিন ফুট দুরুত্ব করে গোল চিহ্ন করা হয়েছে।

সোমবার সকালে তানোর বাজারে থানা ওসি রাকিবুল হাসান ও শিশির এন্টার প্রাইজের সদস্য বৃন্দ সামাজিক দুরুত্ব রাখতে এসব মার্ক চিহ্ন সাদা রংঙ দিয়ে একে দেন।

মুণ্ডুমালা বাজারের শিশির এন্টাপ্রাইজের মালিক শিশ মোহাম্ম্দ শিশির জানান,তার ব্যাক্তি উদ্যোগে ও তানোর থানা পুলিশের সহযোগিতায় মুণ্ডুমালা বাজার ও তানোর গোল্লা পাড়া বাজারে প্রায় অর্ধশত দোকানে সামনে ক্রেতাদের দুরুত্ব বজায় রাখতে গোল চিহ্ন করা হয়েছে। এছাড়াও মাক্স, হ্যান গোল্ভ ও সাবান বিতারণ করা হয়েছে।

তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান জানান,করোনা থেকে জনগনকে সজাগ করতে নানা উদ্যোগ নেয়া হয়েছে। এর ধারাবাহিগতায় নিত্যপ্রয়োজনী জিনিস ও ওষুধ ক্রেতাদের দুরুত্ব থাকতে গোল চিহ্ন করা হয়েছে। এছাড়াও বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হতে থানা এলাকার সকল জনগনকে ঘরে থাকার আহব্বান জানান ওসি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে