গোদাগাড়ীতে দূরত্ব বজার রাখতে দোকানের সামনে গোল চিহ্ন

প্রকাশিত: মার্চ ২৯, ২০২০; সময়: ১২:১০ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে দূরত্ব বজার রাখতে দোকানের সামনে গোল চিহ্ন

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী: সরকারের নির্দেশনাকে সম্মান জানিয়ে নিজের ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে নিজ উদ্যোগে সাদা রং দিয়ে ক্রেতাদের দূরত্ব বজার রাখতে গোল চিহৃ বসিয়েছেন গোদাগাড়ী শহিদ ফিরোজ চত্ত্বরের এক দোকানদার ।

শনিবার রাত সাড়ে ৯ টার দিকে দেখা যায়, রাজশাহীর গোদাগাড়ী পৌর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ফাতেমা ভ্যারাইটি ও কনফেকশনারির দোকান সামনে একাধিক ক্রেতার দূরত্ব বজার রাখতে এবং মরণব্যাধি করোনা সংক্রমন হতে বাঁচতে তিন ফিট দূরত্ব বাজার রেখে সাদা রং দিয়ে গোল করা হচ্ছে।

ফাতেমা ভ্যারাইটি ও কনফেকশনারির পরিচালক মোঃ ইব্রাহিম জানান, আমাদের দেশে করোনা সংক্রমন দেখে দিয়েছে। সরকার দোকানপাট খোলা ও ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন নির্দেশনা প্রদান করছে। তাই নিজের ব্যবসা বজার রাখা, নিজের ও অন্যদের সচেতনতার জন্য নিজ উদ্যোগে কাজটি করে নিলাম।

দোকানটি দোদাগাড়ী সদরের মেইন জায়গাতে হওয়াতে অনেক বেশী লোকের সমাগম হয় তা যেন না হয় এইজন্য দ্রুত কাজটি করা বলে জানান। গোদাগাড়ীতে প্রথম এমন উদ্যোগে অনেকেই এই দোকানদার কে সাধুবাজ জানিয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে