চাল পেল দুর্গাপুরের ৩ হাজার ২০০ পরিবার

প্রকাশিত: মার্চ ২৯, ২০২০; সময়: ১২:৪৭ পূর্বাহ্ণ |
চাল পেল দুর্গাপুরের ৩ হাজার ২০০ পরিবার

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে হোম কোয়ারেন্টাইনের আওতায় থাকা ৩ হাজার দুই’শ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের তদারকির মাধ্যমে মোট ৩২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল থেকে উপজেলার ৭ ইউনিয়ন ১টি পৌরসভায় বসবাসকারী অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এ চাল বিতরণ শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধা নিজেও অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এ চাল বিতরণ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইনসহ স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধা পদ্মাটাইমস্ কে জানান, দেশজুড়ে সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার কারণে অসহায় ও দরিদ্র মানুষ সরকারি বিধি নিষেধ মানতে গিয়ে কিছুটা খাদ্যসংকটে পড়েন। এ কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইসব পরিবারের মাঝে ১০ কেজি করে চাল সহায়তার প্রতিশ্রুতি দেন। এরপর সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় হতে জেলা প্রশাসনের মাধ্যমে পাওয়া ৩২ মেট্রিক টন চাল দুর্গাপুর উপজেলার ৭ ইউনিয়ন ও একটি পৌরসভায় বসবাসকারী ৩ হাজার ২’শ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ১০ করে বিতরণের কার্যক্রম শনিবার সকাল থেকে শুরু হয়েছে।

ইউএনও মহসীন মৃধা আরো জানান, ৩৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারের তরফ থেকে দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ বাসায় অবস্থান করতে বলা হয়েছে। এই সময় দিন এনে দিন খাওয়া মানুষকে সহায়তা করতে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। সাধারণ ছুটির মেয়াদ আরও বাড়লে সরকারি সহায়তা আরো বাড়ানো হবে বলেও জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে