করোনা দূর্যোগে মোহনপুরে ইউএনওর খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: মার্চ ২৯, ২০২০; সময়: ১২:৩৬ পূর্বাহ্ণ |
করোনা দূর্যোগে মোহনপুরে ইউএনওর খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে করোনা ভাইরাস আতঙ্কে কর্মহীন হয়ে পড়া লোকজনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন । শনিবার সন্ধ্যর আগ মুহুর্তে মৌগাছি ইউনিয়নের মৌগাছি গ্রামে ১০ জন কর্মহীন দরিদ্র লোকের মধ্যে ১০ কেজি চাল, এক কেজি ডাল, ৫০০ গ্রাম লবন, ১০০ গ্রাম মরিচ ও ৫০০ গ্রাম তেল বিতরণ করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন জানান, প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী করোনা ভাইরাসের প্রতিরোধে হোম কোয়ারেন্টাইনে থাকার কারনে উপজেলার কর্মহীন মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করা হয়েছে। মোহনপুর উপজেলার কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের জন্য জেলা প্রশাসনের মাধ্যমে ২৮ মেট্রিক টন চাল ও নগদ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

তিনি জানান, হাসপাতাল,ঔষধের দোকান ও নিত্য প্রয়োজনীয় কাঁচাবাজার ছাড়া উপজেলার সকল কিছু বন্ধ রয়েছে। করোনা ভাইরাসের বিষয়ে জনগনকে মাইকিং, লিফলেট বিতরণসহ ,সামাজিক দুরত্ব বজায় রাখার প্রয়োজনীয় দোকানগুলোতে গোল দাগ দিয়ে দুরত্ব নিশ্চিত করে জনগনকে সচেতন করা হয়েছে। এই কাজে আইনসংঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থেকে সহযোগিতা করছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে