বাগমারার গ্রামে সাংবাদিক মামুনের মাস্ক ও সাবান বিতরণ

প্রকাশিত: মার্চ ২৮, ২০২০; সময়: ১১:৩৭ অপরাহ্ণ |
বাগমারার গ্রামে সাংবাদিক মামুনের মাস্ক ও সাবান বিতরণ

নিজস্ব প্রতিবেদক, তাহেরপুর : রাজশাহীর বাগমারায় করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের মির্জাপুর তালতলী মোড়ে গ্রামের কৃষকের মাঝে ১০০ মাস্ক ও ১০০ সাবান বিতরণ করা হয়।

তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি এসএম সামসুজ্জোহা মামুনের ব্যক্তিগত উদ্যোগে এসব বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, নিজে সচেতন হউন অপরকে সচেতন করুন। জরুরী প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বাহির হবেন না। সচেতনতায় পারে মহামারি এই ভাইরাসের হাত থেকে রক্ষা করতে। তাই সচেতনামূলক মাস্ক ও সাবান বিতরণ করা হচ্ছে। এর আগে গত ২৪ মার্চ ও ২৭ মার্চ তাহেরপুর পৌরসভা এলাকায় মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ বজলুর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা আব্বাস আলী মোল্লা, গোয়ালকান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার আবেদ আলী মোল্লা, সাজুড়িয়া-মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলতাব হোসেন প্রমূখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে