মুণ্ডুমালায় দূরত্ব রাখতে দোকানে সামনে গোল চিহ্ন

প্রকাশিত: মার্চ ২৮, ২০২০; সময়: ৯:২১ অপরাহ্ণ |
মুণ্ডুমালায় দূরত্ব রাখতে দোকানে সামনে গোল চিহ্ন

নিজস্ব প্রতিবেদক, বরেন্দ্র অঞ্চল : ছোঁয়াচে করোনা ভাইরাস থেকে দুরুত্ব বজায় থাকতে এবার মুণ্ডুমালা বাজারে দোকানের সামনে তিন ফুট দুরুত্ব করে গোল চিহ্ন করে দেয়া হয়েছে।

শনিবার সকাল থেকে দিনব্যাপী শিশির এন্টার প্রাইজের উদ্যোগে ও মুণ্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে সহযোগিতায় মুণ্ডুমালা বাজারে সকল ওষুধের দোকান ও কাচা বাজারের সবজি দোকানের সামনে তিন ফুট দুরুত্ব এসব গোল চিহ্ন করা হয়েছে।

মুণ্ডুমালা বাজারের শিশির এন্টাপ্রাইজের মালিক শিশ মোহাম্ম্দ জানান,তার ব্যাক্তি উদ্যোগে ও মুণ্ডুমালা ফাড়ি পুলিশের সহযোগিতায় বাজারের প্রায় ৩০ টি দোকানে সামনে ক্রেতাদের দুরুত্ব বজায় রাখতে গোল চিহ্ন করা হয়েছে।

মুণ্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে এএসআই সাহাদাত জানান,করোনা থেকে জনগনকে সজাগ করতে নানা উদ্যোগ নেয়া হয়েছে। এর ধারাবাহিগতায় নিত্যপ্রয়োজনী জিনিস ও ওষুধ ক্রেতাদের দুরুত্ব থাকতে গোল চিহ্ন করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে