করোনাশঙ্কায় রাজশাহীতে আরও ১৬২ জন পর্যবেক্ষণে

প্রকাশিত: মার্চ ২৫, ২০২০; সময়: ৬:১৩ অপরাহ্ণ |
করোনাশঙ্কায় রাজশাহীতে আরও ১৬২ জন পর্যবেক্ষণে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ২৪ ঘন্টায় আরও ১৬২ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা তাদের খুঁজে বের করে হোম কায়ারেন্টিনের ব্যবস্থা করে। এ নিয়ে বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৩৯৩ জন বলে জানিয়েছেন রাজশাহী সিভিল সার্জন ডাঃ এনামুল হক।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ১৬২ জন খুঁজে বের করে তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে। পুলিশ ও স্বাস্থ্য কর্মীরা তাদের খাঁজে বের করে। এরা সবাই বিদেশফেরত। হোম কোয়ারেন্টিন থেকে তারা নিয়ম মানছেন কি না সেটিও নজরদারি করা হচ্ছে বলে জানান সিভিল সার্জন।

নতুন হোম কোয়ারেন্টিনে থাকাদের মধ্যে রাজশাহী নগরে রয়েছেন ১১৫ জন। এছাড়াও জেলার বাঘা উপজেলায় ১০ জন, চারঘাটে পাঁচজন, দুর্গাপুরে পাঁচজন, পুঠিয়ায় তিনজন, বাগমারায় তিনজন, মোহনপুরে তিনজন, তানোর, চারজন, পবায় চারজন ও গোদাগাড়ী ১০ জন।

নতুন কোয়ারেন্টিনে নেয়া বিদেশফেরতদের মধ্যে ভারত থেকে এসেছেন ১০৯, মালেশিয়ার ১, আমেরিকার ৩, চীনের ১১, সিঙ্গাপুর থেকে ৪, সৌদি আরব থেকে ১২ জন, ইংল্যান্ডের ২, কাতারের ৩, লেবাননের ১, গুনাইয়ের ১, সুদানে ১, বাহারাইনের ১, পাকিস্তান থেকে এসেছেন ২ জন, দুবাইয়ের ৪, কঙ্গোর ১, কানাডার ১, ফিলিপাইনের ২, কুয়েতের ২, দক্ষিন কোরিয়া থেকে এসেছেন ১ জন।

সিভিল সার্জন এনামুল হক বলেন, গত ১ মার্চ থেকে এ পর্যন্ত এক হাজার ৩৪৪ জন বিদেশফেরত রাজশাহী এসেছেন। এদের মধ্যে এখন পর্যন্ত মোট ৫২৮ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়। এদের মধ্যে ১৩৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

ডাঃ এনামুল হক বলেন, রাজশাহীতে এখন পর্যন্ত ৪৯০টি পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) এসেছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দেয়া হয়েছে ৩৭০টি। আর বাকি ১২০টি দেয়া হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। প্রয়োজনে আরও আসবে বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে