পরীক্ষায় প্রক্সি নিয়ে রাজশাহী কলেজ ছাত্রলীগ নেতা বহিস্কার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২০; সময়: ৯:১১ অপরাহ্ণ |
পরীক্ষায় প্রক্সি নিয়ে রাজশাহী কলেজ ছাত্রলীগ নেতা বহিস্কার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহিলা কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ৩য় বর্ষের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে রতন মাহাবুব মানিক নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে সংবাদ মাধ্যমকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সাবরীনা শাহনাজ চৌধুরী।

বহিস্কৃত পরীক্ষার্থী রতন রাজশাহী কলেজের দর্শন বিভাগের ছাত্র। তিনি রাজশাহী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ৩য় বর্ষের পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।

জানা গেছে, গত ২২ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজশাহী মহিলা কলেজে অনার্স ৩য় বর্ষের পরীক্ষা চলাকালীন সময়ে ভারতীয় দর্শন পেপারের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে রতন মাহাবুব মানিক। এসময় কলেজের ২০৫ নং কক্ষে পরীক্ষা দায়িত্বরত শিক্ষক তাকে ধরে ফেলেন। পরে তাকে বহিস্কার করেন ওই শিক্ষক।

কত বছরের জন্য তাকে বহিস্কার হয়েছে এমন প্রশ্নে রাজশাহী মহিলা কলেজের এক শিক্ষক বলেন, বহিস্কার কত বছরের জন্য করা হবে তা ঠিক করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি। আমরা শুধু তাকে বহিস্কার করেছি।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক ২০৫ নং কক্ষের এক পরীক্ষার্থী জানান, পরীক্ষার শুরু থেকেই রতনের পরিবর্তে দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী তার প্রক্সি দিয়ে আসছিল। পরে তার পরিবর্তে মাস্টার্সের এক শিক্ষার্থীকে চাপ প্রয়োগ করে রতনের জায়গায় পরীক্ষা দেওয়ানো হচ্ছিল। কিন্তু গত শনিবার পরীক্ষায় দায়িত্বরত শিক্ষকের সন্দেহ হলে প্রবেশপত্রের সাথে চেহারার মিল না পেয়ে তাকে হল থেকে বের করে দেন এবং পরীক্ষা থেকে বহিস্কার করেন।

তবে প্রক্সি দেয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সাবরীনা শাহনাজ চৌধুরী বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় রতন মাহাবুব মানিককে বহিষ্কার করা হয়। কেন্দ্র পরিদর্শক তাকে বহিস্কার করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে