পুকুরে বিষ ঢেলে মাছ মারার অভিযোগ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২০; সময়: ৫:১৩ অপরাহ্ণ |
পুকুরে বিষ ঢেলে মাছ মারার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় পুকুরে বিষ ঢেলে এক ব্যক্তির মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। পূর্বশত্রুতার জের ধরে পুকুর বিষ ঢেলে মাছ মারা হয় বলে ওই ব্যক্তির অভিযোগ। এ ঘটনা তিনি থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত ইজারাদারের নাম অহিদুল ইসলাম। তিনি উপজেলার তাহির একডালা গ্রামের বাসিন্দা এবং ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি।

অহিদুল ইসলামের ভাষ্য, পাশের মাঝিগ্রামের একটি পুকুর কয়েক বছর ধরে ইজারা নিয়ে তিনি মাছ চাষ করে আসছিলেন। এ নিয়ে একই গ্রামের বাসিন্দা আবদুল হালিমের সঙ্গে বিরোধ দেখা দেয়। মামলা–মোকদ্দমাও রয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পুকুরের পাহারাদার বাড়িতে চলে যান। এরপর রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা পুকুরে বিষ ঢালে। আজ বুধবার সকালে লোকজন পুকুরে মরা মাছ ভেসে উঠতে দেখে। তিনি জানান, পুকুরে বিষ ঢালার বেশ কিছু আলামতও পাওয়া গেছে।

অহিদুল ইসলামের তথ্যমতে, মাছ চাষ নিয়ে আবদুল হালিমের সঙ্গে বিরোধ চলে আসছিল বলে এই ঘটনার সঙ্গে তাঁর (আবদুল হালিম) সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করছেন। তাঁর দাবি, পুকুরে বিষ দেওয়ার কারণে প্রায় তিন লাখ টাকার মাছ মরে গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন আবদুল হালিম।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এই বিষয়ে থানায় এখনো মামলা বা অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

থানা সূত্রে জানা গেছে, আবদুল হালিম জঙ্গি হামলা, নির্যাতনে মদদ দানের অভিযোগে করা মামলার সাজাপ্রাপ্ত আসামি। প্রায় তিন বছর কারাভোগের পর ওই মামলা থেকে তিনি অব্যাহতি পান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে