২০ বছর সাজার মেয়াদ পূর্ণ হওয়ার আসামিদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২০; সময়: ৮:০৪ অপরাহ্ণ |
২০ বছর সাজার মেয়াদ পূর্ণ হওয়ার আসামিদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : ২০ বছর সাজার মেয়াদ পূর্ণ হওয়ার আসামিদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবারের সদস্যরা। মঙ্গলবার বেলা ১২টার দিকে রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, কারাবিধির ১ম খন্ডে ৫৬৯ ধারা মোতাবেক ২০ বছর সাজার মেয়াদ পূর্ণ হওয়ার ২০১০, ২০১১ ও ২০১৩ সাল পর্যন্ত আসামিদের মুক্তি দেওয়া হয়েছে। তবে ২০১৩ সালের পরের দীর্ঘ মেয়াদী কারাবন্দীদের মুক্তি দেওয়া স্থাগতি রয়েছে। যার ফলে অনেক আসামির সাজা শেষ হলেও মুক্তি পাইনি এমন অভিযোগ তুলেছে পরিবারের সদস্যরা।

তারা সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আগামী ১৭ মার্চ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে শততম জন্মবার্ষিকী যা বাঙ্গালি জাতির অন্যতম শ্রেষ্ঠ দিন। এই দিনটি আমরা আমাদের কারাবন্দী স্বজনদের নিয়ে পালন করতে চাই। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানায়। মানবিক দিক বিচার করে কারাবধির ১ম খন্ডের ৫৬৯ ধারা আবার চালু করা হলে এই মানুষগুলো মুক্তি পাবে।

সংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, হাসানুজ্জামান, রমজান আলী, আল আমিন ও মোশাররফ হোসেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে