সাংবাদিকদের সঙ্গে চারঘাট নয়া ইউএনও’র মতবিনিময়

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২০; সময়: ৮:১৯ অপরাহ্ণ |
সাংবাদিকদের সঙ্গে চারঘাট নয়া ইউএনও’র মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে কর্র্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেই অবৈধ বালূ উত্তোলন, পুকুর খনন ও ইটভাটাসহ পরীক্ষায় নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষনা দিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা। সোমবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ ঘোষনা দেন। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

স্থানীয় সাংবাদিকদের সহযোগীতা কামনা করে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা বলেন, আপনারা ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে আপনাদের লেখনীর মাধ্যমে চারঘাটের উন্নয়ন, অনিয়ম তুলে ধরবেন কোন সমস্যা নেই। তবে বস্তু নিষ্ঠতা বজায় রেখে সংবাদ পরিবেশন করবেন। এতে আমার পক্ষ থেকে আপনাদের সব ধরনের সহযোগীতা করা হবে। মনে রাখবেন সাংবাদিকতা পেশাটি একটি মহৎ পেশা। কোন ভাবেই যেন আপনার লেখণীর মাধ্যমে সাংবাদিকতা পেশাটি প্রশ্নবিদ্ধ না হয়।

চারঘাটের মাটিতে কোন ধরনের অনিয়ম, অবৈধ কার্যকলাপ বরদাস্ত করা হবে না জানিয়ে ইউএনও আরো বলেন, এটি করতে চারঘাটের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। তথ্য দিয়ে সহযোগীতা করতে হবে স্থানীয় প্রশাসনকে। তাহলেই সম্ভব চারঘাটকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা। এসময় উপজেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের বিষয়ে জানতে চেয়ে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এসএম মোজাম্মেল হক, যায়যায়দিন পত্রিকার সাংবাদিক নজরুল ইসলাম বাচ্চু, যুগান্তর ও সানশাইনের প্রতিনিধি মিজানুর রহমান, ময়েন উদ্দিন পিন্টু, মাইনুল হক সান্টু প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে