দুর্গাপুরে বেসরকারি সংস্থার উদ্যোগে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সভা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২০; সময়: ৬:১৯ অপরাহ্ণ |
দুর্গাপুরে বেসরকারি সংস্থার উদ্যোগে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সভা

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : খেলাধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরের আমগাছী সাহার বাণু উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ ও মাদক বিরোধী জনসচেতনতা মূলক আলোচনা সভা ও মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সচেতন সোসাইটি, মোটিভেশনাল এসোসিয়েশন ও পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় আমগাছী সাহার বাণু উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এ আয়োজন করে।
রোববার বেলা ১১ টার সময় স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের হলরুমে বাল্যবিয়ে, মাদক বিরোধী জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফুল ইসলাম খসরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহার আলী মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কবিরুল আনিস, আওয়ামী লীগ নেতা এমরান আলী, সচেতন সংস্থার নির্বাহী পরিচালক হাসিনুল ইসলাম, প্রোগ্রাম অফিসার রুমানা শারমিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল ইসলাম হাবিব প্রমুখ

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে