বাগমারায় সালেহা ইমারত ডিগ্রী কলেজের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২০; সময়: ৬:৫২ অপরাহ্ণ |
বাগমারায় সালেহা ইমারত ডিগ্রী কলেজের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার সালেহা ইমারত ডিগ্রী কলেজের নব-নির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শুক্রবার বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে নব-নির্মিত এই ভবনের উদ্বোধন করেন বাগমারা আসনের তিন বারের সফল সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

তথ্য প্রযুক্তি সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত কলেজ সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রায় ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

ভবনটির উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আমীর আলী দেওয়ান, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, উপজেলা কার্যকরী কমিটির সদস্য অধ্যক্ষ হাতেম আলী, হাচেন আলী, সালেহা ইমারত ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান, প্রভাষক আমজাদ হোসেন, আ’লীগ নেতা শহিদুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ।

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, আ’লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০ টায় প্রধান অতিথি বঙ্গবন্ধু স্মুতি জাদুঘর কমপ্লেক্সে জন্মভূমি কর্ণারের উদ্বোধন করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে