পবায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২০; সময়: ৫:৫৬ অপরাহ্ণ |
পবায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় রাজশাহীর পবায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ৭টায় উপজেলা চত্তরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধায় পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসন আয়োজনে সকাল ৮টায় প্রভাতফেরী নওহাটা সরকারি উচ্চ মাঠ থেকে বের হয়ে নওহাটা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ অনুষ্ঠিত হয়। এরপর মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সসদ্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুনসুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা আবুল হায়াত। উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আশরাফ আলী দেওয়ান, অধ্যক্ষ আব্দুল খালেক, অধ্যক্ষ কাউছার আলী, অধ্যক্ষ আফছার আলী, অধ্যক্ষ আলতাফ হোসেন।

উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোখলেছুর রহমান, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার শিরিন মাহবুবা, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমসহ সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীবৃন্দ। অনুষ্ঠান শেষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে