লফসের আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২০; সময়: ৫:২৪ অপরাহ্ণ |
লফসের আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর পক্ষ থেকে রাজশাহী জেলার দায়িত্বপ্রাপ্ত সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) পরিবার এর সদস্যদের নিয়ে নগরীর অলকার মোড় চেম্বার ভবন হতে ভূবন মোহন পার্ক পর্যন্ত প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়।

প্রভাত ফেরীতে লফস এর নির্বাহী পরিচালক ও বিএনএফ এর সাবেক নির্বাহী কমিটির সদস্য শাহানাজ পারভীন সহ সংস্থার আইন সম্পাদক এ্যাডভোকেট শাহীনুল হক মুন, নির্বাহী সদস্য ও পিনকাল স্টাডি হোমের প্রধান শিক্ষক সেকেন্দার হোসেন সহ সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট সুলতানা রিজিয়া, এডমিন এন্ড ট্রেনিং অফিসার সানিয়াত হোসেন, পিনাকল স্টাডি হোম এর সহকারী শিক্ষক চন্দনা রানী, টুম্পা পাল, রিয়াজ উদ্দিন, আছিয়া তাবাসুম, মনিরা পারভীন ও লফস এর উপকারভোগী নারী ও শিশু সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রভাত ফেরী শেষে ভুবন মোহন পার্কে অবস্থিত শহীদ বেদিতে ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে ফুলেল তোরা অর্পন করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে