চারঘাটে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২০; সময়: ২:০৪ অপরাহ্ণ |
চারঘাটে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : ১৯৭১-এ এক রক্তজয়ী হয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। মাতৃভাষার যথযোগ্য অবস্থান,মর্যাদা ও বিকাশ নিশ্চিত করার কাজে বাংলাদেশ এগিয়েছে। রাষ্টীয় শিক্ষাগত ও সামাজিক জীবনে সর্বস্তরে বাংলাভাষার প্রচালন অংশ হিসাবে।

সারাদেশের ন্যায় চারঘাটেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা ১মিনিটে চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনাওে পুস্পস্তবক অর্পণ এবং সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং উপজেলা প্রশাসন আয়োজনে সকাল ৮টায় প্রভাতফেরী পরিষদ চত্বর থেকে বের হয়ে চারঘাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা ও পুরস্তার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা সামিরা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ ফকরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা আনিসুর রহমান, কৃষি অফিসার মনজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম শামীম আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপিত আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান,চারঘাট মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু,সরদহ সরকারী মহাবিদ্যালয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালেহা বেগম,বুধিরহাট কলেজের শিক্ষকসহ সরকারী দপ্তরের কর্মকর্তা,শিক্ষক,রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতা,আবৃত্তি বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে