রাজশাহীতে বিপিসিডিওএ’র জরুরী সভা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২০; সময়: ১১:২০ পূর্বাহ্ণ |
রাজশাহীতে বিপিসিডিওএ’র জরুরী সভা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন জেলা শাখার জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে নগরীর একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার ভারপ্রাপ্ত সভাপতি ড. ফয়সাল কবির চৌধুরীর সভাপতিত্বে সভায় মূল বিষয়বস্তু তুলে ধরেন, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান শাহ।

এ সময় সভায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সম্প্রতি রাজশাহী সিটি কপোরেশন, প্রিজম বাংলাদেশ নামক ১টি প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পাদিত হয়। প্রিজম বাংলাদেশ প্রতিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক থেকে মাসিক ভিত্তিতে যে হার নির্ধারণ করেছে তা কোনভাবেই সমিতি মেনে নিবে না। এ হার বাস্তবায়ন হলে রাজশাহীর সকল প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর পক্ষ থেকে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিজস্ব ব্যবস্থাপনা ইনসেলেটর মেশিন স্থাপনের জন্য খাস জমি প্রদানের দাবি জানানো হয়।

সভায় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. খন্দকার গোলাম মোস্তফা কবিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাবেক সহ-সভাপতি প্রফেসর ডা. সামশুজ্জামান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ পারভেজ আলম, যুগ্ম কোষাধ্যক্ষ মীর আলী, সদস্য আনোয়ার আখতার, মাহতাব উদ্দিন, নরুল ইসলাম, মেজবাহ উদ্দিন, জাহিদ হোসেন, আব্দুর রহমান বেনু, ডা. পেট্রিক বিশ্বাস, মহসীন আলী, ডা. এনএইচ খান প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে