বাঘায় আনসার ভিডিপির ওয়ার্ড দলনেত্রীকে মারধরের অভিযোগ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২০; সময়: ৭:২৯ অপরাহ্ণ |
বাঘায় আনসার ভিডিপির ওয়ার্ড দলনেত্রীকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রডিতবেদক, বাঘা : বাঘায় আড়ানি পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের আনসার ভিডিপির দলনেত্রী লাইলী খাতুনকে পেরাক লাগানো বাশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। এই ঘটনায় লাইলী খাতুন বাদি হয়ে বাঘা থানায় ২জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত লাইলী খাতুন আড়ানি পৌরসভার চকসিংগা গ্রামের মৃত হাশেম আলীর মেয়ে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) নিজ বাড়ির আঙ্গিনায় তাকে মারধর করা হয়।

অভিযোগে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে বাড়ির আঙ্গিনায় গিয়ে একই গ্রামের খাজেরের ছেলে লালন ও সবুজ অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। তাদের নিষেধ করলে পেরাক লাগানো বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে জখম করে। এই সময় হাত দিয়ে ঠেকাতে গেলে ডান হাতের বুড়া আঙ্গুলের হাড় ভেঙ্গে যায়। স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা চলে যায়।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নেওয়ার পর সেখানকার জরুরী বিভাগের চিকিৎসকের পরামরর্শে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাঘা থানার ডিউটি অফিসার (এস আই) আনোয়ার হোসেন বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে