রাবিতে মাস্টাররোল কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২০; সময়: ২:০৬ অপরাহ্ণ |
রাবিতে মাস্টাররোল কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছে মাস্টাররোল কর্মচারীরা। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ‘মাস্টাররোল কর্মচারী ঐক্য পরিষদ’ ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে তারা এ দাবি জানান।

মানববন্ধনে মাস্টাররোল ঐক্য পরিষদের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ বলেন, জীবিকার তাগিদে আজ আমরা রাস্তায় দাড়িয়েছি। ১৯৮৯ সাল থেকে আমরা এ বিশ্ববিদ্যালয়ে শ্রম দিয়ে যাচ্ছি অস্থায়ী ভাবে। তবে আমরা দৈনিক মজুরী হিসেবে যে বেতন পাই, তা খুবই সামান্য। যা দিয়ে আমাদের সংসার চালাতে বেশ কষ্ট হয়। অনতিবিলম্বে মাস্টাররোল কর্মচারীদের চাকুরি স্থায়ী করণের দাবি জানাচ্ছি।

সংগঠনের সিনিয়র সদস্য জামাল বলেন, বিশ্ববিদ্যালয়ে আমরা দীর্ঘ ৩০ বছর শ্রম দিয়ে আমরা অসহায়। এক জন স্থায়ী কর্মচারী যেমন শ্রম দেন, আমরাও সম পরিমাণ শ্রম দেই। কিন্তু তাদের তুলনায় আমরা অনেক কম বেতন পাই, যা দিয়ে আমাদের সংসার চালাতে অনেক কষ্ট হয়। বাংলাদেশ সংবিধানের ২৯ অনুচ্ছেদ অনুযায়ী সবার চাকরি করার অধিকার আছে। অতি দ্রুত আমাদের চাকরি স্থায়ী করণের দাবি জানাই।

সংগঠনের সদস্য মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন মো.কামাল, নাজনীন পারভিন প্রমুখ। এ সময় দু’শতাধিক মাস্টাররোল কর্মচারী উপস্থিত ছিলেন।

https://youtu.be/RfgOqfALmBo

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে