রাজশাহীতে মানবাধিকার প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২০; সময়: ৪:৫৮ অপরাহ্ণ |
রাজশাহীতে মানবাধিকার প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ‘মানবাধিকার প্রতিবেদন তৈরীতে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৯ টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নগরীর এনজিও ফোরাম অডিটরিয়ামে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) আয়োজনে ও ইউএনডিপি’র মানবাধিকার কর্মসূচির অর্থায়নে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধন করেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরজেএ) সভাপতি ও নিউজ টোয়েন্টিফোরের রাজশাহী ব্যুরো প্রধান কাজী শাহেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মামনু অর রশিদ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরি। এসময় তিনি বলেন, সাংবাদিকরা বর্তমানে দেশের ভালো তুলে না ধরে শুধু নেগেটিভ বিষয়গুলো তুলে ধরে। ভালো কাজের মূল্যায়ন সংবাদে তুলে ধরা হয় না। এমনটি করা যাবে না। তরুণ সাংবাদিকদের এসব সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, এখনই সময় এসেছে মানবাধিকার ঠিক রেখে সাংবাদিকতা করার। সাংবাদিকতা করতে গিয়ে যেন মানবাধিকার লঙ্ঘন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সত্য-মিথ্যা যাচাই করে সত্য সংবাদ তুলে ধরতে সাংবাকিদের আহ্বান জানান তিনি।

এ কর্মশালার প্রধান আলোচক ছিলেন বিএমএসএফ-এর মহাসচিব খায়রুজ্জামান কামাল। এই কর্মশালার কো-অর্ডিনেটর ছিলেন ফারজানা ববি নাদিরা।

এসময় মানবাধিকার ধারণা, মূলনীতি, মানবাধিকারের কাঠামো (জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে), মানবাধিকার রক্ষাও উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা, মানবাধিকার অনুসন্ধানী প্রতিবেদন লেখার কলা-কৌশল, মানবাধিকার প্রতিবেদন প্রনয়ন বিষয়ে উপস্থাপনা করেন কর্মশালার প্রধান আলোচক।

এ কর্মশালায় রাজশাহীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইনের ২১ জন সাংবাদিক অংশ নেন। কর্মশালার সমাপনীতে প্রধান অতিথি অংশ নেওয়া সব সাংবাদিকদের হাতে বিএমএসএফ এর পক্ষ থেকে সনদপত্র তুলে দেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে