রাজশাহীতে ব্যাংকের পৌনে চার কোটি টাকা গায়েব

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২০; সময়: ৩:২৭ অপরাহ্ণ |
রাজশাহীতে ব্যাংকের পৌনে চার কোটি টাকা গায়েব

নিজস্ব প্রতিবেদক : প্রিমিয়ার ব্যাংকের রাজশাহী শাখার একজন কর্মকর্তা পৌনে চার কোটি টাকা আত্মসাত করেছেন। টাকা আত্মসাতের অভিযোগে ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পুলিশের কাছে টাকা নেওয়ার কথা স্বীকারও করেছেন। সোমবার তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ব্যাংকের এই কর্মকর্তার নাম শামসুল ইসলাম ওরফে ফয়সাল। তিনি প্রিমিয়ার ব্যাংকের রাজশাহীর শাখার ‘ক্যাশ ইনচার্জ’। তার বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বৃহস্পতিবার রাতে মামলা করেন ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক সেলিম রেজা খান।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দিনের লেনদেন শেষে ক্যাশ মিলাতে গিয়ে তারা পৌনে চার কোটি টাকার হিসাবে মিলাতে পারেননি। তখনই ক্যাশ ইনচার্জ শামসুল ইসলামকে তারা ধরে বসেন। রাত ১২টার দিকে ওই কর্মকর্তাকে নিয়ে থানায় যান।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, শামসুল ইসলামকে থানায় নিয়ে আনার পরে তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করেন। তিনি ব্যাংক থেকে পৌনে ২ কোটি টাকা দুই বন্ধুকে দিয়েছেন। আর ১ কোটি টাকা নিজের একটি প্রকল্পের কিস্তি দিয়েছেন। তিনি টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু এ কয়দিনেও তিনি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন নি। এ জন্য তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে