সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে লফসের পরীক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২০; সময়: ৮:৫১ অপরাহ্ণ |
সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে লফসের পরীক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদেক : দাতা সংস্থা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) শিশু শিক্ষা ও সচেতনতা প্রকল্পের অর্ন্তভুক্ত প্রকল্প এলাকা রাজশাহীর সুবিধা বঞ্চিত শিশুর মধ্যে পরীক্ষা উপকরণ (ফাইল, স্কেল, ডিকশনারী, খাতা ও কলম) বিতরণ করা হয়।

সোমবার বেলা ১১ টার দিকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লফস এর নির্বাহী পরিচালক কমিশনার সাবেক মহিলা কমিশনার শাহনাজ পারভীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ২২ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন। বিশেষ অতিথি ছিলেন, শহর সমাজ সেবা অফিসার আশিকুজ্জামান ও অনুষ্ঠানে রাজশাহী জেলা মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক, বিশিষ্ট আইনজিবী ও লফস এর আইন সম্পাদক শাহীনুল হক মুন।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন, লফস এর সহ-সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশন এর চীফ কমিউনিটি অফিসার আজিজুর রহমান।

সংস্থার নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শিক্ষায় আলোয় আলোকিত হতে সকলকে লেখাপড়ায় মনোযোগি হওয়ায় আহবান জানান।

অনুষ্ঠান শেষে শতাধিক শিশুর হাতে পরীক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ। এর পূর্বে পবা উপজেলার পরিয়ান ইউনিয়নের মল্লিকপুর গ্রাম ও দামকুড়া ইউনিয়নের ধুত্রাবন মহল্লার প্রকল্পের অর্ন্তভূক্ত শিশুদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, এডমিন এন্ড ট্রেনিং অফিসার সানিয়াত হোসেন সহ শিশু ও তার অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন, সংস্থার প্রোগ্রাম এ্যাসিসটেন্ট সুলতানা রিজিয়া।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে