রাজশাহীতে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২০; সময়: ২:১১ অপরাহ্ণ |
রাজশাহীতে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে কাস্টম্পস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২০ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত। রোববার সকাল ৯ টার দিকে লক্ষ্মীপুরস্থ বঙ্গবন্ধু মোরালে পুষ্কস্তবর্ক অর্পণ শেষে শোভাযাত্রার উদ্বোধন করেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর কমিশনার এবং অনুষ্ঠানের সভাপতি লুৎফর রহমান।

পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে গিয়ে সেমিনারে মিলিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোশেনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার হুমায়ুন কবির বিপিএম, পিপিএম, রাজশাহী কর কমিশনার মফিজ উল্যা, বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার বিপিএম, বর্ডার গার্ড বাংলাদেশ রাজশাহীর জি,উপ মহাপরিচালক কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুম বিপিএম, র‌্যাব-৫ এর পরিচালক মাহফুজুর রহমান বিপিএম ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি।

সভায় স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহীর অতিরিক্ত কমিশনার মির্জা সহিদুজ্জামান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে