রাজশাহীতে আশার শিক্ষাসেবিকা সম্মেলন

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২০; সময়: ৫:২৫ অপরাহ্ণ |
রাজশাহীতে আশার শিক্ষাসেবিকা সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে শিক্ষাসেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পবা উপজেলার বায়া আশ্রয় কেন্দ্র মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে রাজশাহী জেলার আশার ১৬টি ব্রাঞ্চের ২৪০ জন শিক্ষাসেবিকা অংশ নেন। শিক্ষা কর্মসূচী সফলভাবে বাস্তবায়ন, শিক্ষার মান বৃদ্ধি ও শিক্ষা সেবিকাদের উৎসাহিত করতে আশার রাজশাহী শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক। আশার কেন্দ্রীয় কার্যালয়ের জয়েন্ট ডিরেক্টর (প্রোগ্রাম) রিজওয়ানুল আলমের সভাপতিত্বে সম্মেলন ও কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোকলেসুর রহমান, আশার ডিভিশনাল ম্যানেজার শফিকুল ইসলাম, আশার রাজশাহী সদরের ম্যানেজার আব্দুর রাজ্জাক প্রমূখ। সম্মেলন

রাজশাহীতে আশার ১৬টি ব্রাঞ্চে ২৪০টি শিক্ষা কেন্দ্র রয়েছে। এতে শিক্ষার্থী রয়েছে সাত হাজার ২০০ জন। ২৪০ জন শিক্ষাসেবিকা তাদের পাঠদান করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে